ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিমান ও নৌ প্রধান পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
বিমান ও নৌ প্রধান পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ বিমান বাহিনী প্রধানের সঙ্গে নৌ বাহিনী প্রধানের সাক্ষাৎ

ঢাকা: বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের সঙ্গে নবনিযুক্ত নৌ বাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল আবু মোজাফ্ফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিমান বাহিনী সদর দফতরে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।  

সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশলবিনিময় করেন এবং কিছু সময় অতিবাহিত করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে বিমান বাহিনী সদর দফতরের পিএসও এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

এর আগে নৌ বাহিনী প্রধান বিমান বাহিনী সদর দফতরে এসে পৌঁছালে একটি চৌকস কন্টিনজেন্ট তাকে গার্ড অব অনার দেন। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।  

এছাড়াও তিনি বিমান বাহিনী সদর দফতর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন ও বিমান সদরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
পিআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।