বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে তাকে আটক করা হয়।
আঙ্গুর মিয়া কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার মৃত ধনাই মাস্টারের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সানাউল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ২নং প্ল্যাটফর্মে ফুটওভার ব্রিজের নিচে দাঁড়িয়ে টিকিট বিক্রির সময় আঙ্গুরকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী মোট ৩২টি আসনের ১৬টি টিকিট জব্দ করা হয়। এ ঘটনায় আঙ্গুরের বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৯
এনটি