ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে লেগুনা, যুবক নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৯
সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে লেগুনা, যুবক নিহত

সিলেট: সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী হিউম্যান হলার (লেগুনা) রাস্তার পাশে দোকানে ঢুকে গেলে ফয়ছল আহমদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।  এসময় আহত হয়েছেন চালকসহ আরো দু’জন।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলায় হেমু করিচর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফয়সাল গোয়াইনঘাট উপজেলার বাসিন্ধা।

আহতরেদ নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জৈন্তাপুর থেকে সিলেট শহরের উদ্দেশে ছেড়ে আসা লেগুনাটি ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানকে চাপা দেয়। এতে লেগুনাচাপায় ঘটনাস্থলেই মারা যান ফয়সাল। এসময় আহত হন চালকসহ আরো দুই যাত্রী।  

তামাবিল হাইওয়ে পুলিশের কর্মকর্তা মাসুক আহমদ বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৯
এনইউ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।