এদিকে বাজারগুলোতে নতুন পেঁয়াজ আসতে শুরু করলেও দামে কোনো প্রভাব পড়ছে না বরং দাম বেড়েই চলছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে দিকে ১৮০ টাকা পেঁয়াজের দাম ১৮০ টাকা হলেও রাত পোহালেই প্রতি কেজিতে ৯০ টাকা বেড়ে ২৭০ টাকায় বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ।
জামালপুর সদর, দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও বকশীগঞ্জ বাজারের কিছু এলাকা ঘুড়ে এমন দৃশ্যই দেখা যায়। তবে, অনেক দোকানেই পেঁয়াজের মজুদ নেই। যেসব দোকানে পেঁয়াজ রয়েছে, সেগুলো বেশি দাম হাঁকিয়ে বসে আছে।
এদিকে দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জের কাঁচা বাজারে নতুন পেঁয়াজ আসতে শুরু করেছে। পাতাসহ সেগুলোর দাম প্রতি কেজি ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
পেঁয়াজের দাম এত বেশি কেন জানাতে চাইলে ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, বর্তমানে পেঁয়াজের সরবরাহ বন্ধ। তারা মোবাইলে যোগাযোগ করেছে পাবনাতেই পেঁয়াজের দাম প্রতি মণ দশ হাজার টাকা।
এ ক্ষেত্রে প্রতি কেজিতেই ২৫০ টাকা পড়ে যায়। পাশাপাশি পরিবহন খরচ যোগ করে প্রতি কেজিতে ২৭০ টাকা কম বিক্রি করলে লোকসানের মুখে পড়তে হয় বলে জানান ব্যবসায়ীরা।
এদিকের পেঁয়াজের দাম বেশি হওয়ায় সাধারন মানুষের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
পেঁয়াজ কিনতে আসা রমিজ উদ্দিন নামে এক ক্রেতা বলেন, পেঁয়াজের দাম এত কেন? চাহিদা ১ কেজি থাকলেও ২০০ গ্রাম পেঁয়াজ কিনেছেন তিনি।
দেওয়ানগঞ্জ বাজারে থেকে পেঁয়াজ কেনা সোরহাব জানান, নতুন পেঁয়াজ আসলেও কেন পেঁয়াজের দাম কমছে না এরূপ প্রশ্ন ছুড়ে দেন।
বাংলাদেশ সময়: ০৪৪১, নভেম্বর ১৬, ২০১৯
এফএম