ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সোনাইমুড়ীতে বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
সোনাইমুড়ীতে বাসচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নে একুশে পরিবহনের যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল তিন আরোহী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও এক আরোহী।

রোববার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের আপানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত তিনজন হলেন- বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা সংলগ্ন নাজিরপুর গ্রামের হারুন (২২), জাভেদ হোসেন (২০) ও টিপু (২০)।

 

গুরুতর আহত হয়েছেন মাসুদ। তিনি সোনাইমুড়ী উপজেলার শাকেরপুর এলাকার বাসিন্দা।

স্থানীয়রা বাংলানিউজকে জানায়, রোববার রাতে ঢাকা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক দিয়ে মোটরসাইকেলযোগে সোনাইমুড়ী বাজারের দিকে যাচ্ছিলেন তিন আরোহী। মোটরসাইকেলটি আপানিয়া এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা একুশে পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৪৩৬৯৫) একটি যাত্রীবাহী বাস সামনে থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই তিন আরোহীর মৃত্যু হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, সোনাইমুড়ী থানার পুলিশ একুশে পরিবহনের বাসটিকে আটক করেছে। নিহতদের মরদেহ সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।