সোমবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজশাহীর উন্নয়ন সংস্থা অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্টের (এসিডি) সম্মেলন কক্ষে ‘নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০১৯’ পালন উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
‘নারী-পুরুষের সমতা, রুখতে পারে সহিংসতা’ এ স্লোগানে বেসরকারি সংস্থা ‘ব্র্যাক’র সহযোগিতায় ও মানবাধিকার সংস্থা ‘এসিডি’র আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন বিলোপ (প্রতিরোধ) পক্ষ উদযাপন করে।
নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে এর আগে সকাল ১০টায় সর্বস্তরের নারী-পুরুষ ও কিশোরদের অংশগ্রহণে এসিডির প্রধান কার্যালয়ের সামনে থেকে একটি শোভযাত্রা বের হয়। শোভাযাত্রাটি মহানগরের আলুপট্টি মোড় হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে এসিডির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- রাজশাহী সিটি করপোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর (ওয়ার্ড নং-২২, ২৩, ২৪) নাদিরা বেগম, এসিডির প্রোগ্রাম ম্যানেজার শাহীনুর রহমান এবং ব্র্যাকের টেকনিক্যাল ম্যানেজার মেহেদী হাসান।
সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর মেরাজ উদ্দিন তালুকদারের উপস্থাপনায় এসময় ব্র্যাকের রাজশাহী ডিভিশনাল ম্যানেজার রায়হানুল ইসলামসহ প্রায় শতাধিক নারী-পুরুষ ও কিশোর-কিশোরী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
এসএস/আরবি/