ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাভারে মহাসড়কের দু’পাশে ৭ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
সাভারে মহাসড়কের দু’পাশে ৭ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

সাভার (ঢাকা): সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের দু’পাশের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে উঠা প্রায় সাত শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ (সওজ) কৃর্তপক্ষ।

সোমবার (২৫ নভেম্বর) দিনভর সাভারের গেন্ডা এলাকায় অভিযান পরিচালনা করেন সওজ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবু্বুর রহমান ফারুকী।

বাংলানিউজকে মাহবু্বুর রহমান ফারুকী বলেন, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে সড়কের দু’পাশে সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে ঢাকা-আরিচা মহাসড়কের দু’পাশে অবৈধভাবে গড়ে ওঠা ভবন, ছোট-বড় দোকানসহ প্রায় সাত শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবারও (২৬ নভেম্বর) এ অভিযান চলবে।

তিনি আরও বলেন, এর আগে মাইকিংসহ বিভিন্নভাবে বিজ্ঞপ্তির মাধ্যমে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছিল। কিন্তু তার পরও তারা জায়গা দখল করে ছিলেন। তাই সোমবার অভিযানের মাধ্যমে স্থাপনাগুলোকে উচ্ছেদ করা হয়েছে। আগামীতেও আমাদের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।