সোমবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর হোটেল ওয়েস্ট ইন-এ কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) সেন্টারের উদ্যোগে ‘রিপোর্ট অন সিএসআর ইন বাংলাদেশ ২০১৯, এনকারেজিং ইয়ুথ অ্যাজ চেঞ্জমেকার’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এম এ মান্নান।
পরিকল্পনা মন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে আমরা ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছি।
দেশের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী প্রত্যেক গ্রামকে শহরে রূপান্তরের কথা বলেছেন। সে জন্যই প্রত্যন্ত গ্রামের ঘরে ঘরে এখন বিদ্যুৎ পৌঁছে গেছে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামে স্বাস্থ্যসেবাও পৌঁছে দিয়েছি। প্রত্যেক উপজেলায় আমরা লিংক রোড তৈরি করেছি, যেন গ্রামের মানুষ খুব সহজেই জেলাশহরে পৌঁছাতে পারে।
উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে উল্লেখ করে এম এ মান্নান বলেন, যে সব বেসরকারি প্রতিষ্ঠান বেশি আয় করে, সিএসআর খাতে তারা খরচও করে বেশি। যার যার জায়গা থেকে সবারই এ খাতে আরো বেশি কাজ করা উচিত। সিএসআর কার্যক্রম সরকারের এসডিজি অর্জনে সহায়ক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসআর সেন্টার বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান ফারুক সোবহান। আলোচনা করেন- বাংলাদেশে অবস্থিত সুইডেন দূতাবাসের হাইকমিশনার এইচ ই শারলোটা স্লাইটার, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর ফারজানা চৌধুরী, জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভী রাখসান্দ, সিএসআর সেন্টারের সিইও শাহামিন এস জামান প্রমূখ।
আলোচকরা বলেন, দেশে-বিদেশে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো কীভাবে সিএসআর প্রোগ্রাম নিয়ে কাজ করে এ রিপোর্টের মাধ্যমে তা তুলে ধরা হয়েছে। কীভাবে যুবসমাজ নিজেদের কোম্পানি ও ব্যবসার পরিকল্পনা ও কার্যক্রম চালায়। প্রযুক্তিগত উদ্ভাবন, বিশেষ করে উদ্যোক্তা ও সমাজের কল্যাণে তাদের সংশ্লিষ্টতার বিষয়গুলো তুলে ধরা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৯
আরকেআর/এইচজে