ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫০, নভেম্বর ২৬, ২০১৯
ধামরাইয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে সোহরাব হোসেন সৌরভ (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে ধামরাইয়ে ঢুলিভিটা এলাকায় ‘এন অ্যান্ড এন সিএনজি স্টেশন’র কোয়ার্টার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সৌরভ কুষ্টিয়ার ভেরামারা থানার ফারাকপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

তিনি ওই স্টেশনের ইলেকট্রিশিয়ানের কাজ করতেন বলে জানা গেছে।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন ছোটন বাংলানিউজকে জানান, স্থানীয়দের দেওয়া খবর পেয়ে ওই পাম্পের কোয়ার্টার থেকে সৌরভের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।