ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে স্ত্রীর যৌতুক মামলায় স্বামীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৭, নভেম্বর ২৬, ২০১৯
না’গঞ্জে স্ত্রীর যৌতুক মামলায় স্বামীর কারাদণ্ড

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে স্ত্রীর যৌতুক মামলায় স্বামী আবুল কালামকে (৩৮) দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাউছার আলম  এ রায় ঘোষণা করেন।  

আবুল কালাম সোনারগাঁও উপজেলার চেঙ্গাকান্দি বাংলাবাজার এলাকার মৃত আব্দুল বাতেন মিয়ার ছেলে।

জামিনে গিয়ে আত্মগোপন করায় তার অনুপস্থিতিতে রায় ঘোষণা করা হয়।

আদালতের সহকারী মো. জাকির হোসাইন জানান, সোনারগাঁও উপজেলার আনন্দবাজার রায়পুর গ্রামের খোরশেদ মিয়ার মেয়ে সোনিয়া আক্তারকে (৩০) ২০০৬ সালের ৩০ জুন পারিবারিকভাবে আবুল কালামের সঙ্গে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য বিভিন্ন সময় নির্যাতন করে আসছিলো আবুল কালাম। এ ঘটনায় আদালতে দায়ের করা একটি মামলা সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।