ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২৮, নভেম্বর ২৭, ২০১৯
রূপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে সারাদিন উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলার চনপাড়া পুর্নবাসন কেন্দ্র এলাকার হাবিব, জিলানী, মনির হোসেন,  ইব্রাহিম খলিল, ওলিউল্লাহ, মোয়াজ্জেম হোসেন, আলমগীর, জাহাঙ্গীর, বাদশা পাইক, সোহেল, বাদল মৃধা, মঙ্গল হোসেন, রুবেল, হাসিনা বেগম ও রহিমা।

 

জেলা সার্কেলের সহকারী পুলিশ সুপার আফসার উদ্দিন জানান, মঙ্গলবার সকাল থেকে সারাদিন উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার কয়েকটি ওয়ার্ডে বিশেষ অভিযান চালায় রূপগঞ্জ থানা পুলিশ। এ বিশেষ অভিযানে দু’জন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
এবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।