ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইউনিয়ন ডিজিটাল সেন্টার নাগরিক সেবার হাব: স্পিকার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
ইউনিয়ন ডিজিটাল সেন্টার নাগরিক সেবার হাব: স্পিকার

ঢাকা: বাংলাদেশে ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো (ইউডিসি) প্রত্যন্ত অঞ্চলে নাগরিক সেবা প্রদানের হাব হিসেবে গড়ে উঠছে বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

তিনি বলেছেন, ইউডিসিগুলো ওয়ান স্টপ সার্ভিস সেন্টার হিসেবে কাজ করছে, যেখানে এক ছাদের নিচে সরকারি নানাবিধ সেবা প্রদান করা হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলের জনগণ স্বল্প ব্যয়ে ও স্বল্প সময়ে জন্মসনদ প্রাপ্তি, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, ফলাফল প্রাপ্তি, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে নিবন্ধনসহ নানাবিধ সেবা গ্রহণ করতে পারছে।

ইউডিসিগুলো প্রত্যন্ত অঞ্চল নাগরিক সেবা প্রদানের হাব হিসেবে গড়ে উঠছে।

বুধবার (২৭ নভেম্বর) সিঙ্গাপুরে নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি সমন্বিত পাবলিক সার্ভিস সেন্টার পরিদর্শনের সময় এসব কথা বলেন। জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আওয়ার টেমপাইনস হাব (ওটিএইচ) নামে প্রতিষ্ঠিত এ সেন্টার পরিদর্শনের সময় সেন্টারের পক্ষ থেকে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এতে জানানো হয়, টেমপাইনস এলাকার দুই লাখ ষাট হাজার বাসিন্দাদের সরকারি-বেসরকারি প্রায় সব সেবা আওয়ার টেমপাইনস হাব থেকে প্রদান করা হচ্ছে। বাসিন্দাদের প্রতিনিধিদের ও সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণে এই সেন্টারটির ব্যবস্থাপনা করা হচ্ছে। সরকারি-বেসরকারি সেবা প্রদানের পাশাপাশি এখানে বিনোদন, স্বাস্থ্য, শরীর চর্চা, খেলাধুলা, কেনাকাটা, পাঠাগারসহ প্রয়োজনী প্রায় সব সুবিধা রয়েছে। নাগরিক কেন্দ্রিক সেবা প্রদানের ক্ষেত্রে এই কেন্দ্রে অবকাঠামো ও সম্পদের সর্বোচ্চ ব্যবহার ও গণ-মালিকানা ও অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে। ফলে কেন্দ্রটি দক্ষতার সঙ্গে পরিচালিত হচ্ছে।

স্পিকার আরও বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ প্রোগামে বাস্তবায়নের অংশ হিসেবে ইউডিসিগুলো প্রতিষ্ঠিত হয়েছে। এ কেন্দ্রগুলো ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে মানুষের জীবনকে সহজ করে তুলছে। এসব ইউডিসি সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ক্ষেত্রে সফল মাইলস্টোন হিসেবে আবির্ভূত হয়েছে। ইউডিসি ক্রমান্বয়ে কমিউনিটির মিলনক্ষেত্রে পরিণত হচ্ছে। ইউডিসিগুলোকে কেন্দ্র করে বিনোদন, স্বাস্থ্য, খেলাধুলা, কেনাকাটা ইত্যাদি ক্রমান্বয়ে গড়ে উঠছে। আওয়ার টেমপাইনস হাব এর মতোই এসব ইউডিসি গড়ে উঠবে।  ইউডিসিগুলোকে আরও সমৃদ্ধ করার ক্ষেত্রে বাংলাদেশ সিঙ্গাপুরের কারিগরি সহযোগিতা গ্রহণ করতে পারে।

ওটিএইচ এর পক্ষ থেকে জানানো হয় ভবিষ্যতে প্রয়োজনে এ সংক্রান্ত কারিগরি সহযোগিতা তারা দেবে।

আওয়ার টেমপাইনস হাব সফরের সময় অন্যদের মধ্যে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের ইজিএল সেন্টারের ডিরেক্টর অশোক কুমার ও ইজিএল কর্মকর্তা দেবাশীষ তরফদার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৯
এসকে/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।