ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে নিরাপত্তা-ঝুঁকি বিষয়ক প্রশিক্ষণ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৭, নভেম্বর ২৮, ২০১৯
কুড়িগ্রামে নিরাপত্তা-ঝুঁকি বিষয়ক প্রশিক্ষণ শুরু প্রশিক্ষণ কর্মশালা। ছবি: বাংলানিউজ

কু‌ড়িগ্রাম: কুড়িগ্রামে সাংবাদিকদের নিরাপত্তা ও ঝুঁকি চিহ্নিতকরণ বিষয়ক পাঁচ দি‌নব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়ে‌ছে। আগামী দুই ডি‌সেম্বর সনদপত্র বিতর‌ণের ম‌ধ্য ‌দি‌য়ে এ প্র‌শিক্ষ‌ণের সম্পন্ন হবে।

বৃহস্প‌তিবার (২৮ ন‌ভেম্বর) সকা‌লে কু‌ড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে আ‌য়ো‌জিত এ প্রশিক্ষণে জেলার ২৫ জন প্রিন্ট ও ইলে‌ক্ট্রো‌নিক মি‌ডিয়ার সাংবা‌দিকরা অংশ নিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে কর্মশালার উদ্বোধন করেন কু‌ড়িগ্রাম সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম হাবিবুর রহমান।

অন্যা‌ন্যে ম‌ধ্যে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযাগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মামুন আব্দুল্লা কাইয়ুম, ইউএসএস’র নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী, মানবাধিকার সুরক্ষা ফোরাম কু‌ড়িগ্রামের সভাপ‌তি এ কে এম সা‌মিউল হক নান্টু, নীলফামারীর সভাপতি সারোয়ার মানিক, দৈনিক কুড়িগ্রাম খবরের সম্পাদক এসএম ছানালাল বকসী প্রমুখ।

ইউরোপিয়ান ইউনিয়নের আ‌র্থিক সহযোগিতায় নিউজ নেটওয়ার্কর আয়াজনে প্রশিক্ষণ কর্মশালাটি বাস্তবায়ন কর‌ছে উদয়নপুর নেবা সংস্থা (ইউএসএস)।

আয়োজক সূত্র জানায়, ৫ দিনব্যপী এ প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকরা রাষ্ট্রীয় অথবা সরকারি-বেসরকারি উভয় ক্ষে‌ত্রে কমিউনিটির লিঙ্গভিত্তিক সহিংসতা, যৌন হয়রানি, বৈষম্য, মৌখিক নির্যাতন এবং অনলাইন বা অফলাইনে ব্যক্তিগত সুনামের ওপর আঘাত মোকাবিলায় সক্ষম হয়ে উঠ‌বেন। পাশাপাশি সাংবা‌দিকতার চ্যালেঞ্জ, ঝুঁকি ও হুমকি মোকাবিলায় দক্ষতা অর্জন ও সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণে সক্ষম হ‌বে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ন‌ভেম্বর ২৮, ২০১৯
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।