ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

শাহজালালে ওষুধ-সিগারেটসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩৭, নভেম্বর ২৮, ২০১৯
শাহজালালে ওষুধ-সিগারেটসহ আটক ২

ঢাকা: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪৮ কার্টন আমদানি নিষিদ্ধ সিগারেট ও যৌন উত্তেজক ওষুধসহ দুইজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।

তারা হলেন- ফেনীর ছাগলনাইয়া উপজেলার পশ্চিম ছাগলনাইয়া কলেজ রোডের সিরাজুল্লাহর ছেলে মো. ওমর ফারুক (৩৩) ও একই এলাকার লোকমান হোসেনের ছেলে জাহিদ হোসেন (৩৩)।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৯টার দিকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে শারজাহ থেকে শাহজালাল বিমানবন্দরে এসে নামলে তাদের লাগেজ তল্লাশি করে সিগারেটসহ আটক করা হয়।

বিমানবন্দর আর্মড পুলিশ জানায়, সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আগত ওমর ফারুকের কাছ থেকে ৭৪ কার্টন ও জাহিদ হোসেনের কাছ থেকে ৭৪ কার্টন সিগারেট জব্দ করা হয়। তারা এ সিগারেট শারজাহ থেকে এনেছেন বলে স্বীকার করেছেন।  

জব্দ সিগারেট ডানহিল ব্র্যান্ডের। যার মূল্য সাড়ে চার লাখ টাকা বলে জানা গেছে। এছাড়া তাদের কাছ থেকে ২৫ বোতল যৌন উত্তেজক ওষুধও পাওয়া যায় বলেও জানায় আর্মড পুলিশ।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, আটকদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের চোরাচালান বিরোধী ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
টিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।