বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রংপুর রামকৃষ্ণ মিশন ও আশ্রমে স্বামী বিবেকানন্দ ভবন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার সাহা, রংপুরের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সন্ততানন্দ উপস্থিত ছিলেন।
ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ, নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনা, যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, তথ্যপ্রযুক্তি, মহাকাশ, নিউক্লিয়ার বিজ্ঞান, উন্নয়ন প্রকল্প, সংস্কৃতি এবং মানুষে-মানুষে সংযোগসহ বিভিন্ন ক্ষেত্রেই সহযোগিতার সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সম্পর্ক একটি সোনালী অধ্যায়ে প্রবেশ করেছে।
তিনি বলেন, বাংলাদেশ আমাদের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী দেশ। গত কয়েক বছরে আমরা বাংলাদেশের বিভিন্ন আর্থ-সামাজিক ও অবকাঠামো প্রকল্পের জন্য আট বিলিয়ন ডলারের ঋণচুক্তি করেছি। ঋণচুক্তি প্রকল্পগুলো ছাড়াও, ভারত সরকার শিক্ষা, স্বাস্থ্য, পানি, সংস্কৃতি, নগর উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, সমাজকল্যাণ ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশে বেশ কয়েকটি উচ্চ প্রভাবসম্পন্ন কমিউনিটি উন্নয়ন প্রকল্পে সহায়তা করে আসছে। এ বছরের ৫ অক্টোবর আমাদের দুই দেশের প্রধানমন্ত্রী ঢাকার রামকৃষ্ণ মিশনে বিবেকানন্দ ভবনের উদ্বোধন করেছিলেন।
রীভা গাঙ্গুলী বলেন, রামকৃষ্ণ মিশন সারা বিশ্বে মানবিক, আধ্যাত্মিক, শিক্ষা, সামাজিক-সাংস্কৃতিক, ত্রাণ ও পুনর্বাসন এবং চিকিৎসা সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করে চলেছে। রামকৃষ্ণ মিশন সমাজের পিছিয়ে পড়া মানুষের শান্তি ও উন্নয়নে সত্যিকার অর্থে বিরাট ভূমিকা রেখেছে।
তিনি বলেন, স্বামী বিবেকানন্দ সেবা ও ত্যাগের আদর্শের ওপর জোর দিয়েছিলেন। তার চিন্তা ও আদর্শ আজ আমাদের অনুপ্রাণিত করে এবং মনে শক্তি জোগায়। তার কাছ থেকেই আমরা একটি শক্তিশালী, প্রাণবন্ত ও বিশুদ্ধ সমাজ গঠনের অনুপ্রেরণা পাই।
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বলেন, রংপুর রামকৃষ্ণ মিশনেও স্বামী বিবেকানন্দ ভবন নির্মাণে সহায়তা করতে পেরে আমরা আনন্দিত। এটি তিনতলা ভবন, এখানে একটি কম্পিউটার সেন্টার, একটি দাতব্য মেডিকেল সেন্টার, কোচিং সেন্টার ও ছাত্রাবাস রয়েছে। ভারত সরকারের সহায়তায় ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে এই ভবন নির্মিত হয়েছে। আশা করি, রংপুর রামকৃষ্ণ মিশনে নতুন ভবনের উদ্বোধন শিক্ষার্থীদের দক্ষতা ও প্রতিভা অর্জনে সহায়তা করবে এবং দাতব্য মেডিকেল সেন্টারে রোগীরা চিকিৎসাসেবা পাবেন। রামকৃষ্ণ মিশনের মতো যেসব সংস্থা সমাজকল্যাণমূলক কাজ করছে, আমরা সবসময় তাদের সাহায্য করবো।
বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
টিআর/একে