ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

ফজলে হাসান আবেদের শারীরিক অবস্থা স্থিতিশীল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২১, নভেম্বর ২৯, ২০১৯
ফজলে হাসান আবেদের শারীরিক অবস্থা স্থিতিশীল

ঢাকা: ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় শারীরিকভাবে অসুস্থ বোধ করায় তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। পরিবারের সদস্যরা তার সঙ্গে আছেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ব্র্যাকের প্রধান অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্যার ফজলে হাসান আবেদের শারীরিক পরিস্থিতির বিবেচনায় চিকিৎসকেরা হাসপাতালে দর্শনার্থী সীমিত রাখতে পরামর্শ দিয়েছেন।

এখন তার এবং তার পরিবারের প্রাইভেসি, একান্ত নিজস্ব সময়ের বিষয়টি প্রয়োজনীয়। বিষয়টি অত্যন্ত সংবেদনশীলতা ও আন্তরিকতার সঙ্গে দেখার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

তার শারীরিক পরিস্থিতি সম্পর্কে পরবর্তীতে সবাইকে অবহিত করা হবে বলে ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।