বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তর চত্বরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
মাদকদ্রব্যগুলোর মধ্যে রয়েছে ফেনসিডিল, মদ, গাঁজা, প্যাথেড্রিন ও অ্যাম্পুল নেশা জাতীয় ইনজেকশন।
মাদকদ্রব্য ধ্বংস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সোহরাব হোসেন ভূঁইয়া, জয়পুরহাট-২০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ মো. আনিসুল হক, জয়পুরহাট নির্বাহী মেজিস্ট্রেট মোশারফ হোসাইন, জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ, জয়পুরহাট সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, যুব সমাজ ধ্বংসকারী মাদকদ্রব্য থেকে মুক্ত থাকতে সরকারের প্রচেষ্টার পাশাপাশি, অভিভাবক, সুশীল সমাজসহ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতাদের সচেতন থাকতে হবে।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৯
এসআরএস