জানা গেছে, প্রায় আড়াইশ’ ব্যাটারিচালিত রিকশার পেছনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, শেরেবাংলা এ কে ফজলুল হক, কার্ল মার্ক্স, লেনিন, সক্রেটিস, চার্লি চ্যাপলিন, চে গুয়েভারা, কবি বেগম রোকেয়া, জীবনানন্দ দাশসহ বিভিন্ন গুণীজনদের বাণী প্যানাফ্লেক্সে প্রিন্ট করে লাগিয়ে দেওয়া হয়েছে।
এসব বাণীর মধ্যে রয়েছে কাজী নজরুল ইসলামের ‘মোরা এক বৃন্তে দু'টি কুসুম হিন্দু-মুসলমান।
এছাড়াও আরও অসংখ্য বাণী সংবলিত ব্যানার রয়েছে রিকশাগুলোর পেছনে। যেখানে আগে অহেতুক কথা কিংবা সিনেমার দৃশ্য আঁকা হতো, সেখানে দামি এসব কথা শোভা পাওয়ায় নগরবাসীর মধ্যে অন্যরকম আকর্ষণ সৃষ্টি হয়েছে।
জানা গেছে, বরিশাল রিকশা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন ও নাগরিক সমাজের অর্থায়নে গত ১৫ নভেম্বর থেকে শুরু হয় রিকশায় এসব বাণী লাগানোর কার্যক্রম।
বরিশাল রিকশা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন সভাপতি মো দুলাল মল্লিক জানান, জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তীর কথায় অনুপ্রাণিত হয়েই রিকশার পেছনে অপ্রয়োজনীয় লেখা-ছবি সরিয়ে গুরুত্বপূর্ণ এসব বাণী লাগানো শুরু করা হয়। এর সংখ্যা বাড়ছে এবং আমরা সাধারণ মানুষেরও প্রশংসা পাচ্ছি।
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাক্তার মনীষা চক্রবর্তী বলেন, বেশিরভাগ সময় দেখা যায় রিকশার পেছনে অহেতুক কথাবার্তা লেখাসহ বিভিন্ন ধরনের ছবি আঁকা থাকে, যার কোনোটিই তেমন অর্থবহ বিষয় নয়। কিন্তু মনীষীদের বাণীগুলোতে দেশপ্রেম, মানবতা, আন্দোলন-সংগ্রাম ও জনসচেতনতামূলক কথা রয়েছে। তাই চিন্তা করে দেখলাম, রিকশার পেছনে মনীষীদের বাণী সংবলিত ব্যানার লাগানো থাকলে কিছুটা হলেও জনসচেতনতা বৃদ্ধি পাবে।
বাংলাদেশ সময়: ০৬১৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
এমএস/একে