শুক্রবার (২৯ নভেম্বর) নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটীতে ফ্যান্টাসি পার্ক অ্যাডভেঞ্চার ল্যান্ডে ‘স্বপ্নের রাজ্যে একদিন’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে সুবিধাবঞ্চিত শিশুদের ফুল ও চকোলেট দিয়ে বরণ করে নেন আয়োজকরা।
এ আয়ােজনে উপস্থিত ছিলেন বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব সেলস জাকারিয়া জালাল এবং এজিএম (সেলস) আতাউর রহমান।
অনন্য এ আয়োজনের আয়োজক বসুন্ধরা এলপি গ্যাসের কর্মকর্তারা বলেন, ঢাকায় অনেক শিশু বিনােদন কেন্দ্র আছে। যেগুলােকে ঢাকা শহরের উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত পরিবারের শিশুরা কাছ থেকে দেখতে পাচ্ছে। একদিন হলেও শিশুপার্কে বা অন্য যে কোনাে এমিউজমেন্ট পার্কে তারা যেতে পারছে। কিন্তু পথশিশুদের সেই সুযােগ কোথায়? তারা হয়তাে পার্কের লােহার গেট ধরেই ড্যাব ড্যাব করে অন্য শিশুদের আনন্দ উপভােগ করা প্রত্যক্ষ করে। আমরা ‘ব্যাচ-থার্টিন’র মাধ্যমে ৭০ জন শিশুকে নিয়ে এসেছি এই অ্যাডভেঞ্চার ল্যান্ডে। তাদের সঙ্গে আমরাও আমাদের পরিবারের শিশুদের নিয়ে বিভিন্ন রাইডে চড়ছি, খাওয়া-দাওয়া করবো। তাদের প্রকৃত স্বপ্ন কী তা আমরা জানি না। তবে এটুকু আমরাও বুঝি, এসব বিনােদনকেন্দ্রে এসে আনন্দ উদযাপন করাটা তারাও তাদের ছােট্ট মনে লালন করে।
কর্মকর্তারা আরও বলেন, বর্তমানে যান্ত্রিক সমাজে বেশিরভাগ সময়ই আমাদের সুযােগ হয়ে উঠে না পথশিশুদের নিয়ে ভাববার। এছাড়া তাদের প্রতি আমাদের বেশিরভাগেরই দৃষ্টিভঙ্গি অবহেলার, উপেক্ষার কিংবা বিরক্তির। ফলে এসব শিশুমনের প্রকৃত বিকাশ ঘটে না। বিনােদন বা দিনভর মজা করতে করতে তাদের ভেতরের মানুষটিকে জাগিয়ে তােলাও আমাদের উদ্দেশ্য। নিকট-ভবিষ্যতেও আমরা আমাদের এই কার্যক্রম বজায় রাখবাে বলে আশা রাখি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের সেক্টর ‘এ’ এর ম্যানেজার (মিডিয়া ও পিআর) কাজী রােকন উদ্দিন, বসুন্ধরা এলপি গ্যাসের ব্র্যান্ড ম্যানেজার সজীব রাজ বর্মণ, ‘ব্যাচ থার্টিন’র ফাউন্ডার ফাহিম শাহরিয়ার আদর, কো-ফাউন্ডার ফাহিম চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
এইচএ/