শুক্রবার (২৯ নভেম্বর) ঢাকার ভারতীয় হাইকমিশন থেকে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রংপুর রামকৃষ্ণ মিশন ও আশ্রমে স্বামী বিবেকানন্দ ভবন উদ্বোধন করেন রীভা গাঙ্গুলী দাশ।
হাইকমিশনার পরে টাউনহলে রংপুরের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। মেয়র প্রথমবারের মতো রংপুর সফর করায় রীভা গাঙ্গুলীকে ধন্যবাদ জানান এবং এই অঞ্চলের বিভিন্ন প্রকল্পে ভারত সরকারের সহায়তার প্রশংসা করেন।
এছাড়া রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর নেতৃত্বে চেম্বারের সদস্যদের সঙ্গে মতবিনিময় এবং বাণিজ্য উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ভারতীয় হাইকমিশনার। রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি স্কুল অ্যান্ড কলেজের সম্প্রসারিত ভবন উদ্বোধন করেন তিনি।
হাইকমিশনার প্রায় ৩০০ শিক্ষার্থীর সমাবেশে বক্তব্য দেন এবং রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির করপোরেট সামাজিক দায়বদ্ধতা উদ্যোগের প্রশংসা করেন।
এর আগে, ভারত সরকার ২৯ দশমিক ৪১ লাখ টাকা ব্যয়ে এই বিদ্যালয়ে বই, ১০টি কম্পিউটার ও ল্যাব সরঞ্জাম দিয়েছিল।
বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
টিআর/একে