হাতিয়া কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৯ নভেম্বর) সকালে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মেহেদী হাসানের নের্তৃত্বে ওই ঘাটে অভিযান চালানো হয়।
অভিযানে ঢাকা থেকে আসা এমভি ফারহান-৪ নামে যাত্রীবাহী একটি ট্রলার থেকে আড়াই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
জব্দ করা জালগুলো হাতিয়া মৎস্য কার্যালয়ের ফিল্ড অফিসার মো. নুর ইসলামের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
এসআরএস