শুক্রবার (২৯ নভেম্বর) টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসুল আলমের আদালতে তাদের হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানালে বিচারক প্রত্যেককে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মির্জাপুর থানার বাঁশতৈল পুলিশ ফাঁড়ির এএসআই রিয়াজুলের নেতৃত্বে পাঁচ পুলিশ সদস্য সাদা পোশাকে সখীপুর উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের হতেয়া-রাজাবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় এলাকায় যান।
ঘটনাস্থল সখীপুর থানাধীন হওয়ায় আটকদের সখীপুর থানায় সোর্পদ করা হয় বলে মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ জানিয়েছেন।
ঘটনার সত্যতা পাওয়ায় সখীপুর থানার উপ পরিদর্শক (এসআই) আয়নুল হক বাদী হয়ে গভীর রাতে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেন। সখীপুর থানা মামলা নম্বর ১৬।
মামলার তদন্তকারী কর্মকর্তা সখীপুর থানার উপ পরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে বিকেলে টাঙ্গাইল আদালতে হাজির করা হলে বিচারক তাদের প্রত্যেককে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বাংলানিউজকে বলেন, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
আরএ