ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
শিবগঞ্জে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি এলাকায় শ্বশুরবাড়ি থেকে ফজলুর রহমান (৩১) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনার পর থেকে স্ত্রী, শ্বশুর-শাশুড়িসহ পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছেন।  

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।

ফজলুর রহমান পাবনার বেড়া উপজেলার মৃত নিয়াত মোল্লার ছেলে।  

শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে শ্বশুরবাড়ি তেলকুপি লম্বাপাড়া এলাকায় নিজ বসতঘরে ফজলুর রহমানের মরদেহ ঝুলতে দেখে থানায় খবর দেন এলাকাবাসী।  

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।  

তেলকুপি এলাকার অটোরিকশাচালক সোহাগ আলী জানান, প্রায় দুপুর আড়াইটার দিকে তার অটোরিকশায় করে ফজলুর রহমানকে চিকিৎসার জন্য খাসেরহাট বাজারের বন্ধন ক্লিনিকে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার স্ত্রী, শ্বশুর-শাশুড়ি ও চাচা শ্বশুর জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। আর কারো পরিচয় জানাতে পারেননি তিনি।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।