ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইউএস-বাংলা এয়ারলাইন্স ও সীমান্ত ব্যাংকের চুক্তি সই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
ইউএস-বাংলা এয়ারলাইন্স ও সীমান্ত ব্যাংকের চুক্তি সই

ঢাকা: ইউএস-বাংলা এয়ারলাইন্স ও সীমান্ত ব্যাংক লিমিটেডের মধ্যে চুক্তি সই হয়েছে। সম্প্রতি সীমান্ত ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি সই হয়।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এ চুক্তির আওতায় সীমান্ত ব্যাংকের ভিসা ডেবিট ও ক্রেডিট কার্ড হোল্ডাররা অভ্যন্তরীণ রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের টিকিট কেনার ক্ষেত্রে বিশেষ সুবিধা উপভোগ করবেন।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. শফিকুল ইসলাম ও সীমান্ত ব্যাংক লিমিটেডের হেড অব বিজনেস আরব ফজলুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তি সই অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
টিএম/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।