ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

নওগাঁয় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৯, নভেম্বর ৩০, ২০১৯
নওগাঁয় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

নওগাঁ: নওগাঁর নিয়ামতপুর উপজেলার খোর্দ্দ চম্পা গ্রামে অভিযান চালিয়ে একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়।

১৬ বিজিবির অধিনায়ক একেএম আরিফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়া মারিয়া পেরেরা ও নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদসহ পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযানে নামে।

এসময় খোর্দ্দ চম্পা গ্রামের বাসিন্দা আব্দুল মান্নানের বাড়ির পাশ থেকে
কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করেন তারা।

উদ্ধারকৃত মূর্তির ওজন ১৯ কেজি ২৪০ গ্রাম। যার আনুমানিক মূল্য ১৯ লাখ ২৪ হাজার টাকা। চোরাকারবারিরা মূর্তিটি ভারতে পাচারের চেষ্টা চালাছিল বলে ধরণা করা হচ্ছে। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি মামলা দায়ের করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।