কক্সবাজার: কক্সবাজারের বাংরাবিজার এলাকায় মিনি ট্রাকের চাপায় স্কুলছাত্র ইফরাদুর রহমান ফাহাদ নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি করেছেন স্থানীয় খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
শনিবার (৩০ নভেম্বর) দুপুরে মানববন্ধন বিদ্যালয়ের সামনের মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।
ফাহাদ ওই স্কুলের দশম শ্রেণিতে পড়তো।
মানববন্ধনে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা ঘাতক ট্রাকের চালকের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। কর্মসূচিতে খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যারাও অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন- খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এনামুল হক, স্কুলের প্রধান শিক্ষক জহিরুল হক, সহ সভাপতি মুহাম্মদ ফরিদ উদ্দিন, সদস্য আশরাফুল আজিজ প্রমুখ।
এ সময় তারা বলেন, এটা দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড। দোষীদের শাস্তির দাবি আনতে হবে।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
এসবি/এমএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।