শনিবার (৩০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ধর্মঘটের কোনো প্রভাব পড়েনি এই দুই নৌরুটে এমন তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
পাটুরিয়া লঞ্চ মালিক সমিতির ম্যানেজার পান্না-লাল নন্দী বাংলানিউজকে বলেন, আমাদের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে নৌযান শ্রমিক ফেডারেশনের কোনো শাখা নেই।
বিআইডব্লিউটিএ আরিচা ঘাট শাখার সহকারী পরিচালক (ট্রাফিক) ফরিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, আমাদের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট এ দুই নৌরুটে ধর্মঘটের প্রভাব নেই। দুপুরের পর থেকে লঞ্চে যাত্রী পারাপারের চাপ বেড়েছে। এই দুই নৌরুটে ৩৩টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
আরএ