শনিবার (৩০ নভেম্বর) বেলা ১১টায় খুলনার তেরখাদা উপজেলার জয়সেনা সরকারি স্কুল মাঠ প্রাঙ্গণে এ মোরগ লড়াই অনুষ্ঠিত হয়। জয়সেনা গ্রামবাসী নিয়মাবলী কমিটি এ মোরগ লড়াইয়ের আয়োজন করে।
মোরগ লড়াইয়ে প্রথম পুরস্কার একটি সোনার মোরগ, দ্বিতীয় পুরস্কার এলইডি মনিটর, তৃতীয় পুরস্কার এন্ড্রয়েড মোবাইল ফোন, চতুর্থ ও পঞ্চম পুরস্কার মোবাইল ফোন। আয়োজক কমিটির আহ্বায়ক লিংকন মিনা জানান, গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী খেলা মোরগ লড়াই। ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে গ্রামের শৌখিন মানুষরা মোরগ লড়াইয়ের আয়োজন করে। প্রায় ৫০৪টি মোরগ এ প্রতিযোগিতায় অংশ নেয়। ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা উপভোগ করতে তেরখাদা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামান, তেরখাদা সদর পাঁচ নম্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এফ এম ওহিদুজ্জামানসহ আশপাশের কয়েকটি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ ভিড় জমান।
তিনি আরও জানান, অনেকেরে মোরগ ফেরত দিতে হয়েছে। কারণ এক দিনে এতো মোরগের লড়াই সম্ভব নয়। খেলার ফলাফল চূড়ান্ত করতে ও পুরস্কার দিতে রাত হয়ে যাবে।
বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
এমআরএম/আরবি/