শনিবার (৩০ নভেম্বর) দুপুরে পুরানা পল্টন মোড়ে অনুষ্ঠিত সমাবেশে থেকে এ দাবি জানানো হয়। এর আগে ইউনিয়নের উদ্যোগে আয়োজিত একটি বিক্ষোভ মিছিল ওই এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল হাশিম কবীর। বক্তব্য দেন হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ, সহ-সভাপতি শহীদ খান, শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, কেন্দ্রীয় নেতা আফছার আলী, মো. ফিরোজ, আনিছুর রহমান পাটোয়ারী, শাহিনা আক্তার প্রমুখ।
সমাবেশে হকার্স নেতারা জামালপুরের মাদারগঞ্জে মঞ্জুরুল আহসান খানের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা বলেন, সিপিবির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মঞ্জুরল আহসান খানের ওপর হামলা করে হকার এবং শ্রমজীবী মানুষের কণ্ঠ রোধ করা যাবে না। সারাদেশে শ্রমজীবী মানুষ শোষণকারীদের বিরুদ্ধে গর্জে উঠবে।
তারা বলেন, ওই হামলার প্রতিবাদে শান্তিনগরে বিক্ষোভ মিছিল বের করা হলে সেখানেও সন্ত্রাসীরা হামলা চালায়। এতে মঞ্জুর মঈনসহ অন্যান্য নেতারা আহত হন। আমরা এসব ঘটনায় জড়িতদের বিচার চাই।
হামলার ঘটনায় পল্টন থানায় মামলা করা হয়েছি জানিয়ে হকার্স নেতারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মঞ্জুর মঈনের ওপর হামলাকারী সন্ত্রাসী শুভ-জুবায়ের গংদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।
চলমান আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩ ডিসেম্বর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয় ঘেরাও করা হবে বলে ঘোষণা দেন হকার্স নেতারা।
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
আরকেআর/এমএ