ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ট্রলি উল্টে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৯
বগুড়ায় ট্রলি উল্টে চালক নিহত

বগুড়া: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ট্রলি উল্টে নিচে চাপা পড়ে জেল্টু মিয়া (৪০) নামে এক চালক নিহত হয়েছেন।

শনিবার (৩০ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ফুলবাড়ি-কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জেল্টু উপজেলার রামনগর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, বিকেলে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলিতে পাটবোঝাই করে বিক্রির জন্য পাটক্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন জেল্টু। পথে কাঁঠালতলা এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উল্টে যায়। এতে নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথে তার মৃত্যু হয়।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৯
কেইউএ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ