শনিবার (৩০ নভেম্বর) রাতে হঠাৎ করে দেখা দেয় পাম্প গুলোতে বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন।
১ ডিসেম্বর থেকে পেট্রোল পাম্প ও ট্যাংক লরী মালিক শ্রমিক ঐক্য পরিষদের অনির্দিষ্টকালের ধর্মঘটেরর কারণে বিভিন্ন যানবাহন নিয়ে চালকরা ছুটছেন তেল পাম্পে।
বলা যায়, তেল বিক্রিতে ধুম পরেছে। যেন সব বাহনের চালকদের একটাই লক্ষ্য, গাড়ির টাংকি ফুল করা। তাই ব্যস্ত সময় পার করছে তেল পাম্পে কর্মরত শ্রমিকরা। অন্যদিকে তেল কিনতে বিভিন্ন পাম্পে ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা যায়।
আব্বাস আলী, রফিকুল সহ বেশ কয়েকজন মোটরসাইকেলের চালক বাংলানিউজকে জানান, ১ ডিসেম্বর থেকে নাকি পেট্রোল পাম্পগুলোতে ধর্মঘট, তাই আগে ভাগেই গাড়িতে তেল নিয়ে নিচ্ছি।
বাংলাদেশ সময়: ২৩৫২ ঘন্টা, নভেম্বর ৩০, ২০১৯
এমআরপি