তিনি আরও জানান, ‘ইতিহাসের উপর একচ্ছত্র দখলদারিত্ব কায়েম করে মানুষের মস্তিস্ককে দখল করতে চাচ্ছে। কৃষক-শ্রমিকদের অর্থনৈতিক মুক্তি না হলে দেশের মুক্তি সম্ভব নয়।
মুক্তি সংগ্রামের অবসংবাদিত নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষীকিতে গণসংহতি আন্দোলন বরিশাল জেলার আয়োজনে ‘মওলানা ভাসানী ও আমাদেরে সময়ের রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শনিবার (৩০ নভেম্বর) শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন বরিশাল জেলার আহবায়ক দেওয়ান আবদুর রশিদ নীলু।
গণসংহতি আন্দোলনের সদস্য নবীন আহমেদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এম আমজাদ হোসেন, অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বিপ্র বেদান্তী।
বিশেষ অতিথি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বিপ্র বেদান্তী তার বক্তব্যে বলেন, অতীতের সকল সরকার নিজ স্বার্থকে বড় করে দেখেছেন। দেশের স্বার্থকে দেখেননি। মওলানা ভাসানীই একমাত্র জনগণের পক্ষের দেশপ্রেমিক নেতা ছিলেন।
সভাপতির বক্তব্যে দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, অবিভক্ত ভারতবর্ষ থেকে পাকিস্তান ও তার পরে বাংলাদেশ নামক রাষ্ট্রের উত্থানের পেছনে মওলানা ভাসানীর অবদান অনেক।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদ বরিশাল জেলার সভাপতি অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ বরিশাল জেলার সম্পাদক অধ্যাপক জলিলুর রহমান, গণফোরাম বরিশাল জেলার সভাপতি অ্যাডভোকেট হিরণ কুমার দাস মিঠু প্রমুখ।
বাংলাদেশ সময়: ০১১৭ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯
এমএস/এমআরপি