ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে জঙ্গলি ফল খেয়ে ১৮ জন অসুস্থ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৯
ঠাকুরগাঁওয়ে জঙ্গলি ফল খেয়ে ১৮ জন অসুস্থ ছবি: বাংলানিউজ

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে জঙ্গলি  ফল  খেয়ে  অসুস্থ  অবস্থায়  ১৮ জন শিশু ও যুবক হাসপাতালে  ভর্তি হয়েছে। যথাযথ  চিকিৎসার পর সবাই সুস্থ হচ্ছেন বলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়।

পরিবারের লোকজন জানান, শনিবার (৩০ নভেম্বর) বিকেল থেকে তারা নিশ্চিন্তপুর মাঠে খেলছিল। এ সময় কয়েকজন রাস্তার পাশের একটি গাছের ঐ ফল মুখে দিয়ে বাদামের স্বাদ পায়।

পরে, বাকিরাও সেই ফল খেয়ে অসুস্থ হয়ে পড়ে।

ফল খাওয়ার ১ ঘণ্টার মধ্যে বমি ও পেট ব্যথা শুরু হয়। সন্ধ্যায় অভিভাবকরা তাদেরকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করান।

ঠাকুরগাঁও সদর হাসপাতালের মেডিকেল সহকারি অনুপ কুমার রায় জানান,  শিশুরা যে জঙ্গলি ফলটি খেয়েছে ফলটি হচ্ছে টক্সিক বা বাদাম জাতীয় ফল। ঐ ফল খেয়ে তাদের ভিতরে বিষক্রিয়া শুরু হয় এবং তারা অসুস্থ হয়ে পড়ে। এ সময় অনেকে রক্ত বমিও করেন।

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ