ঢাকা, শনিবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৪, ডিসেম্বর ১, ২০১৯
নোয়াখালীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ছবি: প্রতীকী

নোয়াখালী: নোয়াখালীতে ডেমো ট্রেনে কাটা পড়ে নূর মোহাম্মদ (৬৫) নামে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার (০১ ডিসেম্বের) সকাল ৯টার দিকে জেলাশহর মাইজদীর হরিনারায়নপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূর মোহাম্মদ জেলার সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের রাজারামপুর এলাকার আবদুল হালিমের ছেলে।

মাইজদীর রেলস্টেশন মাস্টার শফিকুর রহমান ও চৌমুহনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আবদুল আলিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

চৌমুহনী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আবদুল আলিম বাংলানিউজকে বলেন, সকালে নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লার লাকসাম থেকে নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে আসে। পথে মাইজদী হরিনারায়ণপুর এলাকায় পৌঁছলে নূর মোহাম্মদ নামের ওই বৃদ্ধ ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হন। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।