ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

স্ত্রীকে পুনরায় বিয়ে করতে ছেলেকে অপহরণ!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৯
স্ত্রীকে পুনরায় বিয়ে করতে ছেলেকে অপহরণ! র‌্যাবের হাতে আটক জাহিদুর রহমান হেলাল।

বরিশাল: স্ত্রীকে দ্বিতীয়বার বিয়ে করতে সৎছেলেকে অপহরণের অভিযোগ উঠছে পিরোজপুরের স্বরুপকাঠি উপজেলার শ্যাঙ্গল গ্রামের বাসিন্দা জাহিদুর রহমান হেলাল (৩৬) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

এ ঘটনায় বরিশাল জেলার হিজলা উপজেলা থেকে জাহিদুরকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) সদস্যরা।

রোববার (১ ডিসেম্বর) দুপুরে বরিশাল র‌্যাব-৮ এর সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, কুমিল্লা জেলার মেঘনার মোগারচর এলাকার বাসিন্দা নূর ইসলামের ১০ বছরের ছেলে সিয়ামকে চলতি বছরের ২০ নভেম্বর মুন্সিকান্দি এরাবিয়া ইসলামী মাদ্রাসা থেকে দুপুর ১২টার দিকে অপহরণ করা হয়। অপহরণের পর সিয়ামের মায়ের প্রথমপক্ষের স্বামী জাহিদুর রহমান হেলাল ফোনে জানান সিয়ামের মা যদি তাকে পুনরায় বিয়ে করেন ও মুক্তিপণ দেয় তাহলে সিয়ামকে ফেরত দেবেন। অন্যথায় সিয়ামকে হত্যা করবেন।

এ তথ্যের ভিত্তিতে ২৯ নভেম্বর র‌্যাব-৮ সদর দফতরে অভিযোগ করেন সিয়ামের বাবা নূর ইসলাম। পরে ৩০ নভেম্বর রাতে বরিশাল জেলার মুলাদী থানা এলাকা থেকে অভিযুক্ত অপহরণকারী জাহিদুরকে আটক করা। জাহিদুরকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্বীকার করেন। পরে সিয়ামকে স্বরূপকাঠির বিনায়েতপুর মামুন মোল্লার বাড়ি থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জাহিদুরকে কুমিল্লা থানায় হস্তান্তর করা হবে বলেও জানায় র‌্যাব-৮।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।