আনিকার মা রেহেনা খাতুন রিফা সকাল সকাল উঠে সংসারের সব কাজ শেষ করে মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। কিন্তু আজকের দিনটিই যে তাদের শেষ স্কুলে যাওয়া হবে এমনটা ভাবতেও পারেননি তারা।
নিহতরা হলেন-জয়পুরহাট সদর উপজেলার সুন্দরপুর গ্রামের ওয়েলডিং মিস্ত্রী নূর আলমের স্ত্রী রেহেনা খাতুন রিফা ও তার মেয়ে আনিকা খাতুন। আনিকা স্থানীয় বর্ণমালা প্রি-ক্যাডেট স্কুলের শিশু শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি চার্জার ভ্যানে করে স্থানীয় বর্ণমালা প্রি ক্যাডেট স্কুলে যাচ্ছিলেন মা-মেয়ে। পথে জলাটুল চাকীপাড়া মোড়ে জয়পুরহাটগামী একটি ট্রাক পেছন দিক থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
আনিকার স্কুলের পরিচালক মো. জোবাইদুল ইসলাম অনেকটা আক্ষেপ করে বলেন, ঘর থেকে বের হলেই আমাদের বিপদ। ঘাতক পরিবহন চালকদের কাছে আমাদের জীবনের কোনো মূল্য নেই। আমরা এই সড়ক দুর্ঘটনার বিচার দাবি করছি।
আনিকার চাচা আরিফুল ইসলাম কান্না জড়িত কণ্ঠে বলেন, ট্রাকটি মূল চালক না চালিয়ে হেলপার দিয়ে চালানো হচ্ছিল। যে কারণে আমার ভাবি ও ভাতিজিকে অকালে প্রাণ দিতে হলো। আমরা এর প্রতিবাদ জানাই।
জয়পুরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়েই ঘটনাস্থলেই এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘন্টা, ০৩ ডিসেম্বর, ২০১৯
আরএ