বুধবার (৪ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তারা দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়ন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
ভারতীয় হাইকমিশনার রীভা লোকসভা ও রাজ্যসভায় সফরের জন্য যৌথ আমন্ত্রণপত্র স্পিকারকে হস্তান্তর করেন।
স্পিকার সুবিধাজনক সময়ে ভারতের লোকসভায় সফর করবেন বলে ভারতীয় হাইকমিশনারকে আশ্বস্ত করেন। এ সময় স্পিকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে ভারতের লোকসভার স্পিকারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানাবেন বলে উল্লেখ করেন।
বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৯
এসকে/আরআইএস/