ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নিরাপত্তার চাদরে ঢাকা সুপ্রিম কোর্ট এলাকা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৯
নিরাপত্তার চাদরে ঢাকা সুপ্রিম কোর্ট এলাকা

ঢাকা: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের বিষয়ে করা আপিলের শুনানিকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো সুপ্রিম কোর্ট এলাকা।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ৮টা থেকে সুপ্রিম কোর্টের প্রবেশ পথগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সুপ্রিম কোর্ট এলাকার বাইরে চার দিকেই রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

হাইকোর্টের মূল গেইট দিয়ে প্রত্যেকের পরিচয় নিশ্চিত হওয়ার পরই ভেতরে যেতে দেওয়া হচ্ছে। ভেতরে যেতে পারছেন আইনজীবী, সাংবাদিক ও কোর্ট সংশ্লিষ্টরা। বিএনপির কোনো নেতাকর্মী কিংবা বহিরাগত কাউকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না।  

সুপ্রিম কোর্ট এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।  ছবি: ডিএইচ বাদল

বিএনপির উৎসুক নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে সুপ্রিম কোর্ট এলাকার বাইরে ঘোরাফেরা করছেন। তবে বিভিন্ন পরিচয়পত্র দেখিয়ে কেউ কেউ ভেতরেও প্রবেশ করেছেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য সামসুদ্দিন দিদার বাংলানিউজকে বলেন, আমি কোর্টের ভেতরে আছি। কোর্টের ভেতরে ও বাইরে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বহিরাগত কেউ ভেতরে যেতে পারছে না।  

জানা গেছে, চ্যারিটেবল মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকার আট নম্বরে রয়েছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বৃহত্তর আপিল বেঞ্চে এ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ২৮ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ক মেডিক্যাল বোর্ডের রিপোর্ট ৫ ডিসেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯
এমএইচ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।