ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাতিয়ায় অস্ত্র-গুলিসহ ‘গুল আজাদ’ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৯
হাতিয়ায় অস্ত্র-গুলিসহ ‘গুল আজাদ’ গ্রেফতার কোস্টগার্ডের হাতে গ্রেফতার আজাদ। ছবি: বাংলানিউজ

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়নে অভিযান চালিয়ে আজাদ হোসেন প্রকাশ গুল আজাদকে (৩৫) গ্রেফতার করেছে কোস্টগার্ড। এসময় তার কাছ থেকে একটি শটগান, এক রাউন্ড কার্তুজ ও ৭২ পিস ইয়াবা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোরে ইউনিয়নের বুরিডোলাঘাট এলাকা থেকে আজাদকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার ইয়াছিনের ছেলে।

কোস্টগার্ড হাতিয়ার স্টেশন অফিসার লে. মেহেদী হাছান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িরচর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের গুল আজাদের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় অস্ত্র, গুলি ও ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।  

তিনি জানান, গুল আজাদ মাদক ও চোরাই মোটরসাইকেল কেনাবেচায় জড়িত। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।