বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সকালে কলকাতার নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে তাকে ফুলেল শুভেচ্ছা জানান পশ্চিমবঙ্গ বিজেপির ভাইস প্রেসিডেন্ট কৃষ্ণা ভট্টাচার্য।
এ সময় বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও বেসরকারি টেলিভিশন নিউজটোয়েন্টিফোরের প্রধান নির্বাহী নঈম নিজাম উপস্থিত ছিলেন।
পশ্চিমবঙ্গ বিজেপির ভাইস প্রেসিডেন্ট কৃষ্ণা ভট্টাচার্য বলেন, আমি এখন পশ্চিমবঙ্গে থাকলেও আমার পূর্ব-পুরুষ বাংলাদেশের ছিলেন। তাদের বাড়ি ছিল চট্টগ্রামে। এ কারণে বাংলাদেশের প্রতি আলাদা একটা টান অনুভব করি। সেখানকার মানুষকেও ভালোবাসি।
এর আগে ২০১৭ সালে ভারতের মর্যাদাপূর্ণ ‘দাদাসাহেব ফালকে এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পান ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড ও বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর।
মিডিয়া ও সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে ওই বছর এ পুরস্কারে ভূষিত করা হয়।
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯
এমএ/