ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ভারতীয় রেল ওয়াগন থেকে ২৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০৫, ডিসেম্বর ১০, ২০১৯
বেনাপোলে ভারতীয় রেল ওয়াগন থেকে ২৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার

বেনাপোল (যশোর): ভারতীয় আমদানি পণ্যবাহী রেল ওয়াগানের বগি থেকে ২৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (০৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সদস্যরা ফেনসিডিলের এ চালানটি উদ্ধার করে।

৪৯ ব্যাটালিয়ন বিজিবির বেনাপোল সদর ক্যাম্পের সুবেদার আব্দুল ওহাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ভারতীয় পাথরবাহী একটি ওয়াগনে ফেনসিডিল পাচার হচ্ছে।

পরে বিজিবি রেল ও কাস্টমস সদস্যদের সঙ্গে নিয়ে ওয়াগনের একটি বগিতে তল্লাশি করে পাথরের কুচির মধ্যে লুকানো ২৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এদিকে আমদানি পণ্যবাহী ট্রেনে মাদক পাচারের খবরে আতঙ্কিত হয়ে পড়ে ব্যবসায়ীরা।

আমদানির সঙ্গে সম্পৃক্ত ব্যবসায়ীদের প্রতিনিধি শহিদুল ইসলাম বলেন, দ্রুত এসব মাদক পাচারকারীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা না নিলে এ পথে বাণিজ্যে বিরূপ প্রভাব পড়বে।

বাংলাদেশ সময়: ০১০৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।