এদিকে বাস না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। তাই বিকল্প পদ্ধতিতে ছুটতে হচ্ছে তাদের।
জানা যায়, পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে সোমবার (০৯ ডিসেম্বর) বিকেল থেকে ময়মনসিংহ অঞ্চলের সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয় জেলা পরিবহন মালিক ও শ্রমিক নেতারা। পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের দাবি, বিআরটিসির বাসগুলো নিয়ম না মেনেই চলছে। এতে সাধারণ গণপরিবহনের যাত্রী দিন দিন কমে যাচ্ছে। পাশাপাশি বিআরটিসি বাস চলায় বিপুল যানজটের সৃষ্টি হচ্ছে।
ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমান জানান, মালিক সমিতি ও শ্রমিক নেতাদের সাথে আলোচনা করে খুব দ্রুতই এ সমস্যা সমাধান করা হবে।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ১০,২০১৯
এবি