মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে তাকে আটক করা হয়। তরুন ওই এলাকার রমজান আলীর ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন উদ্দীন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ব্যাপারীপাড়ার একটি বাড়িতে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও সেখান থেকে তরুনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে জব্দ করা হয় ছয়টি হাত বোমা, ছয়টি ছোরা, একটি চাপাতি ও ১৯ বোতল ফেনসিডিল। তরুনের বিরুদ্ধে ঝিনাইদহসহ বিভিন্ন থানায় চাঁদাবাজি, সন্ত্রাসী ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
এসআরএস