ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পুলিশ সুপারের আশ্বাসে ময়মনসিংহে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৯
পুলিশ সুপারের আশ্বাসে ময়মনসিংহে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

ময়মনসিংহ: ময়মনসিংহে বিআরটিসি বাস বন্ধের দাবিতে চলমান পরিবহন ধর্মঘট অবশেষে প্রত্যাহার করে নিয়েছে পরিবহন মালিক সমিতি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে পরিবহন মালিক সমিতির নেতারা পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। এতে ময়মনসিংহের সব রুটে শুরু হয়েছে বাস চলাচল।

এর আগে সোমবার (০৯ ডিসেম্বর) বিআরটিসি বাস বন্ধের দাবিতে ময়মনসিংহ থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ করে দিয়েছিল পরিবহন মালিক-শ্রমিকরা।

পরিবহন মালিক সমিতির নেতা আবুল হোসেন জানান, পুলিশ সুপার তাদের আশ্বাস দিয়েছেন বিআরটিসি বাসগুলো নিয়ম মেনে নির্ধারিত জায়গা দিয়েই চলাচল করবে। তাই তারা ধর্মঘট প্রত্যাহার করেছেন।

পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বলেন, বিআরটিসি কর্মকর্তা ও পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক শেষেই এ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।