ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রূপপুর বালিশকাণ্ড: ১৩ প্রকৌশলী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
রূপপুর বালিশকাণ্ড: ১৩ প্রকৌশলী গ্রেফতার

ঢাকা: নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বালিশকাণ্ডসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে পাবনা গণপূর্ত বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী মাকসুদুল আলমসহ ১৩ প্রকৌশলীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

‘বালিশকাণ্ড’ নামে পরিচিত এ দুর্নীতির অভিযোগে দুদক চারটি আলাদা মামলা দায়ের করে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) তাদের গ্রেফতার করে দুদকের একটি দল।

দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার হওয়া ১৩ জন হলেন– পাবনা গণপূর্ত বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলম, উপ-সহকারী প্রকৌশলী সুমন কুমার নন্দী, মোহাম্মদ আবু সাঈদ, মো. জাহিদুল কবির, মো. শফিকুল ইসলাম ও মো. রওশন আলী, উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মোস্তফা কামাল, মোহাম্মদ তাহাজ্জুদ হোসেন, আহমেদ সাজ্জাদ খান, সহকারী প্রকৌশলী মো. তারেক খান ও  মো. আমিনুল ইসলাম এবং ঠিকাদার আসিফ হোসেন ও শাহাদাত হোসেন।

আরও পড়ুন>>>রূপপুর ‘বালিশকাণ্ডে’ ক্ষতি ৩১ কোটি টাকা: ইকবাল মাহমুদ

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
ডিএন/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।