ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

সুবিধাবঞ্চিতদের শীত নিবারণে ‘সুপ্রিম সুরক্ষার আবরণ’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৪, ডিসেম্বর ১৩, ২০১৯
সুবিধাবঞ্চিতদের শীত নিবারণে ‘সুপ্রিম সুরক্ষার আবরণ’ সুবিধাবঞ্চিতদের শীতের কাপড় দিয়েছে এসিআই সুপ্রিম।

ঢাকা: শীত বেশিরভাগ মানুষের কাছেই রোমাঞ্চকর এক ঋতু। কিন্তু সুবিধাবঞ্চিত মানুষের জন্য শীত আসে প্রবল আতঙ্ক নিয়ে। 

শীতের তীব্রতা যত বাড়ে, হতদরিদ্র মানুষের জীবনযাপন ততই দুঃসাধ্য হয়ে ওঠে। এ দেশে, বিশেষ করে উত্তরবঙ্গে প্রতিবছরই কিছুসংখ্যক মানুষ মারা যায় শীতের প্রকোপে।

এ সুবিধাবঞ্চিত শীতার্তদের কাছে বেশিরভাগ সময়ই সহযোগিতার হাত পৌঁছায় না। তাদের পাশে দাঁড়াতেই এসিআই সুপ্রিমের উদ্যোগে আয়োজিত হয়েছে ‘সুপ্রিম সুরক্ষার আবরণ’।  

এ আয়োজনের মাধ্যমে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রংপুরের ঈশ্বরপুরে শীতার্ত মানুষের মধ্যে শীতের কাপড় বিতরণ করা হয়।

এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওর মধ্য দিয়ে সবার কাছে তুলে ধরা হয় সুপ্রিম সুরক্ষার আবরণের বার্তা। এতে ব্যাপক সাড়া মেলে। মাইক্রোসাইট এবং গুগল ফর্মের মাধ্যমে রেজিস্ট্রেশন করে অনেক মানুষ অংশ নেন এ আয়োজনে।

ঢাকার বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হয় শীতের কাপড়। তারপর কাপড়গুলো সুপ্রিম ওয়াশে জীবাণুমুক্ত করে প্যাক করা হয় উত্তরবঙ্গের শীতার্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে।

এসিআই সুপ্রিমের এ উদ্যোগে উষ্ণ পোশাক পেয়ে সুবিধাবঞ্চিত মানুষদের শীতযাপন কিছুটা সহনীয় হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।