ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

ভারত সফরে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রীও

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৩, ডিসেম্বর ১৩, ২০১৯
ভারত সফরে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রীও

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারত সফর স্থগিত করেছেন। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন দেশটি সফর বাতিল করেন

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ভারতের মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার আমন্ত্রণে শুক্রবার (১৩ ডিসেম্বর) সেখানে যাওয়ার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মন্ত্রীর সফরটি স্থগিত করা হয়েছে। পরবর্তীকালে সুবিধাজনক সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী মেঘালয় সফর করবেন।

এর আগে দুপুরে ভারত সফর বাতিল করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের আমন্ত্রণে বৃহস্পতিবার বিকেলে দিল্লি যাওয়ার কথা ছিল তার।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।