ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ২৮ শাওয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৫, ডিসেম্বর ১৩, ২০১৯
সিলেটে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল পুলিশ

সিলেট: মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর ইউনিটের মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) পুলিশ লাইন্সের বীর মুক্তিযোদ্ধা শহীদ এসপি. এম শামসুল হক মিলনায়তনে সংবর্ধনা প্রদান করা হয়।  

সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া, সিলেট রেঞ্জের এডিশনাল ডিআইজি জয়দেব কুমার ভদ্র।

সিলেট জেলার (উত্তর জোন) অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহবুবুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) ইমাম মোহাম্মদ শাদিদ।

অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরিয়ে দেন। আগত মুক্তিযোদ্ধারা যুদ্ধকালীন তাদের বীরত্বগাঁথা অম্ল-মধুর স্মৃতিচারণ করেন।

প্রধান অতিথি ডিআইজি কামরুল আহসান মহান মুক্তি সংগ্রামে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল অধ্যায়ের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বর্তমান প্রজন্মের পুলিশ সদস্যদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস হৃদয়ে ধারণ করে বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার আহবান জানান।
 
বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৯
এনইউ/এমআইএইচ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।