ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

সন্তানদের ন্যায় পথে থাকার শিক্ষা দিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৭, ডিসেম্বর ১৭, ২০১৯
সন্তানদের ন্যায় পথে থাকার শিক্ষা দিন

লালমনিরহাট: সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, আজকের শিশুরা আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই সন্তানদের ন্যায় পথে থাকার শিক্ষা দিন। নতুবা সকল সাফল্য আগামীতে বিলীন হয়ে যাবে।

সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় লালমনিরহাটের গোল্ডেন গেট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নুরুজ্জামান আহমেদ বলেন, যারা এ দেশের স্বাধীনতা চায়নি তারাই বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্র করেছিল।

কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব তা সফল হয়নি। তাদের সেই ষড়যন্ত্র কখনই সফল হবে না। জনগণই স্বাধীনতা বিরোধীদের সব ষড়যন্ত্র রুখে দেবে।  

গোল্ডেন গেট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান জামিনুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান।  

গোল্ডেন গেট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল হক, কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ, আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস, আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, চলবলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজু  ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবু তাহের প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।