কারখানার অগ্নিকাণ্ডে নিহত শ্রমিক রাশেদুল ইসলামের বাবা কামাল হোসেন বাদী হয়ে সোমবার (১৬ ডিসেম্বর) রাতে জয়দেবপুর থানায় মামলাটি দায়ের করেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম বাংলানিউজকে জানান, কেশরিতা এলাকায় লাক্সারি ফ্যান কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন শ্রমিক নিহত হন।
জয়দেবপুর থানা সূত্রে জানা গেছে, মামলার আসামিরা হলেন- লাক্সারি ফ্যান কারখানার মালিক জাহিদ হাসান ঢালী (৪২), খোরশেদ আলম (৪৩), নাসির (৫২), জহিরুল ইসলাম (৫৫) ও শামীম ঢালী (৩৬) এবং কারখানার জিএম ও পিএম। মামলায় আসামিদের বিরুদ্ধে ১৮৬০ সালের পেনাল কোড এর ৩০৪(ক)/৩৩৮/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
প্রসঙ্গত, গত রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলায় কেশরিতা এলাকায় লাক্সারি ফ্যান কারখানায় অগ্নিকাণ্ডে ১০ জন শ্রমিক নিহত হন।
বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
আরএস/আরআইএস/